ক. আবেদন বাবদ কোর্ট ফি ৫/=(পাঁচ) টাকা ।
খ. নোটিশ জারী ফি ২(দুই) টাকা অনধিক ৪(চার) জনের জন্য , ৪(চার) এর অনধিক প্রতিজনের জন্য আরো ০.৫০/=টাকা হিগসাবে আদায় করা হবে ।
গ. রেকর্ড সংশোধন ফি ২০০/=টাকা ।
ঘ) প্রতিকপি নামজারী / মিউটেশন খতিয়ান ফি ৪৩/=টাকা ।
সবর্ব মোট = ২৫০/= টাকা ।
৪। আবেদন নিষ্পত্তি করনের সময়সীমা
আবেদন প্রাপ্তির তারিখ হতে সর্বোচ্চ ৪৫(পয়ঁতাল্লিশ ) কার্য দিবস।
** প্রয়োজনীয় সহযোগিতা ও যে কোন অভিযোগের ক্ষেত্রে সরাসরি সহকারী কমিশনার (ভূমি) এর সাথে যোগাযোগ করুন ।
** সহকারী কমিশনার (ভূমি) এর নিকট হতে কোন সহযোগিতা না পেলে তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী অফিসার অথবা জেলা প্রশাসক এর নিকট লিখিত আবেদন জানাতে পারবেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস